বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, “খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার তাকে ‘হত্যার ষড়যন্ত্র’ করছে।” রবিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া হাটখোলা মাঠে বিএনপির তিন সহযোগী সংগঠনের যুব রোড মার্চ শুরু আগে অনুষ্ঠিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বেগম জিয়া। তিনি এখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। যদিও চিকিৎসকরা স্পষ্টভাবে বলেছেন, জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার। আর এটা, তাকে বিদেশে পাঠানো ছাড়া সম্ভব নয়।”
বিএনপি মহাসচিব বলেন, “সরকারকে বারবার জানানো হয়েছে। তার পরিবার বলেছে, কিন্তু তিনি (শেখ হাসিনা) শুনতে রাজি নন।” অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দাবি করেন তিনি। বলেন, “এতে ব্যর্থ হলে সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।”
মির্জা ফখরুল আরো বলেন, “নির্বাচনে অংশ নিতে বাধা দেয়ার জন্য, সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আবার মামলা করছে। কিন্তু, আমাদের বার্তা স্পষ্ট; এক দফা দাবি, (আপনি) পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করুন।”