অ্যাকসেসিবিলিটি লিংক

মাগুরায় ৫ রোহিঙ্গা যুবক আটক


মাগুরায় ৫ রোহিঙ্গা যুবক আটক
মাগুরায় ৫ রোহিঙ্গা যুবক আটক

বাংলাদেশের মাগুরা থেকে ৫ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে, নিউ গ্রীন এক্সপ্রেস নামের একটি বাস থেকে তাদেরকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটক পাঁচ যুবকের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তারাপুলিশকে জানিয়েছে যে তারা কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরণার্থী শিবির-এর বাসিন্দা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, “সংবাদের ভিত্তিতে শ্রীপুর এর ওয়াপদা এলাকায় নিউ গ্রীন এক্সপ্রেস পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ৫ রোহিঙ্গা যুবককে আটক করা হয়।”

পুলিশ জানায়,পাঁচ যুবক ভ্রমণের উদ্দেশ্যে ক্যাম্প ছেড়ে বের হয়েছে বলে জানিয়েছে। তবে, তারা ভ্রমণ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কুতুপালং শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

XS
SM
MD
LG