বাংলাদেশের চট্টগ্রাম জেলায় নাশকতার মামলায় সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামির ৪৪ নেতাকর্মীর বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শহরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ২০১৮ সালের ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে অভিযুক্ত পক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বলেন, বায়েজিদ বোস্তামী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় ৪৪ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। আদালতে শুনানিতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই মামলাতেই ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলায় অভিযুক্ত উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন—বিএনপির মহানগর শাখার সাবেক সহ-দপ্তরসম্পাদক মো. ইদ্রিস আলী, সাবেক সহ-সম্পাদক জিএম আইয়ুব খান, বায়েজীদ বোস্তামী থানা শাখার সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জালালাবাদ ওয়ার্ড শাখার সভাপতি মো. বেলাল ও ছাত্রদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম এবং জামায়াতে ইসলামির বায়েজীদ বোস্তামী থানা শাখার সাবেক আমির ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশ মামলা করে বিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে। তদন্ত শেষে পুলিশ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।