বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিক আঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজা এবং ছয় সদস্যর একটি প্রতিনিধিদল। এ সময় তারা ইউএনডিপির বিভিন্ন কাযর্ক্রম পরিদর্শন করেন।
সোমবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এল-১৭ তে পৌঁছায় প্রতিনিধি দলটি। পরে তারা আইএমও পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।এসময়, আইএমও এর একজন কর্মকর্তা প্রতিনিধি দলকে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারের মধ্যে সংরক্ষিত রোহিঙ্গাদের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করেন এবং এসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। পরে, একদল রোহিঙ্গা শিল্পী বাদ্যযন্ত্র বাজিয়ে একটি রোহিঙ্গা সংগীত (তারানা) পরিবেশন করেন।
প্রতিনিধি দল ক্যাম্প-১৭ এইচ/৭১ ব্লকে অবস্থিত ইউএনসিআর-এনজিও ফোরাম ও ব্র্যাক পরিচালিত পাইলট প্রজেক্ট-এর আওতাধীন মডেল ভিলেজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের আওতায়, বর্জ্য পরিশোধন প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন ব্র্যাকের কর্মকর্তারা। প্রতিনিধি দল ডব্লিউ এফফির ই-ভাউচার শপ ও পরিদর্শন করে।
এনজিও কর্মকর্তারা, প্রতিনিধি দলকে রোহিঙ্গারা কিভাবে স্মার্ট কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহ করে; সেই প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানান। ডব্লিউ এফফির ই-ভাউচার শপে আসা কিছু রোহিঙ্গার সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব কিছু সময় কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।