অ্যাকসেসিবিলিটি লিংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল


বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । (ফাইল ছবি)
বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । (ফাইল ছবি)

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সোমবার (১১ সেপ্টেম্বর) বলেছেন, সরকার পদক্ষেপ নিচ্ছে, এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে।” ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ কথা জানান। তিনি বলেন, “অর্থপ্রদানের ভারসাম্য উন্নত হবে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে।”

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পরিশোধের ভারসাম্য বিষয়ক উন্নতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তা বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি বলেন সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে; ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা; রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা; বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা; ৫ হাজার ডলারের বেশি প্রবাসী আয়ের উৎস দেখানোর বাধ্যবাধকতা রহিত করা এবং পাইপলাইনে থাকা বৈদেশিক অর্থায়নের বিতরণ ত্বরান্বিত করা।

XS
SM
MD
LG