অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াছড়িতে অপহৃত ৪ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। (ফাইল ছবি)
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। (ফাইল ছবি)

বাংলাদেশর খাগড়াছড়িতে অপহৃত দুটি কাভার্ড ভ্যানের চালকসহ চারজনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যদের একটি যৌথ দল তাদের উদ্ধার করে। রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির পাহাড়ি এলাকা থেকে, ইউপিডিএফ সদস্যরা তাদের অপরহরণ করেছিলো বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা ব্যক্তিরা হলেন; কাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং তাদের সহকারী হান্নান মিয়া ও জায়েদ খান। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “রবিবার রাত ৯টার দিকে রামগড় উপজেলা থেকে ইউপিডিএফ সদস্যরা বেলায়েতের মালিকানাধীন ‘জয়েন্টফার্ম’ থেকে দুটি কাভার্ড ভ্যান-সহ চারজনকে অপহরণ করে।”

তিনি বলেন, “পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর, রাঙামাটির পাহাড়ি এলাকায় অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের কয়েক ঘণ্টা পর উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।

XS
SM
MD
LG