অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা; ভাঙচুরের অভিযোগে মামলা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা; ভাঙচুরের অভিযোগে মামলা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা; ভাঙচুরের অভিযোগে মামলা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্যের বাসভবন এবং বাস ভাঙচুরের ঘটনায় দু’টি মামলা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী থানায় মামলা দুটি দায়ের করা হয়। এক মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক; অন্যটিতে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “৭ সেপ্টেম্বরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানায় দু’টি এজাহার দায়ের করা হয়েছে। চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ এনে মামলাগুলো দায়ের করা হয়েছে।”

মামলা দু’টিতে অভিযুক্ত ব্যক্তি হিসেবে ৭ জন করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ফটক আটকে বিক্ষোভ শুরু করেন।

XS
SM
MD
LG