অ্যাকসেসিবিলিটি লিংক

‘এক দেশ, এক ভোট’ নিয়ে কমিটি গড়ল ভারতের কেন্দ্র সরকার, সংসদে বিশেষ অধিবেশনে বিল আনার প্রস্তুতি


‘এক দেশ, এক ভোট’ নিয়ে কমিটি গড়ল ভারতের কেন্দ্র সরকার, সংসদে বিশেষ অধিবেশনে বিল আনার প্রস্তুতি
‘এক দেশ, এক ভোট’ নিয়ে কমিটি গড়ল ভারতের কেন্দ্র সরকার, সংসদে বিশেষ অধিবেশনে বিল আনার প্রস্তুতি

আগামী সেপ্টেম্বরে সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ বিল আনছে ভারতের কেন্দ্র সরকার। সংবাদ সূত্রের খবর, এরজন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ইতিমধ্যে একটি কমিটি গড়ছে কেন্দ্র।

সংবাদ সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। টানা পাঁচ দিনের এই অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল ছাড়াও অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে বিল ও মহিলাদের সংরক্ষণ কোটা সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।

বৃহস্পতিবার ৩১ অগাস্ট এই সংক্রান্ত বিষয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী লিখেছিলেন "অমৃত কালে সংসদে গঠনমূলক আলোচনা ও বিতর্ক হবে বলে আশা করছি।" স্বভাবতই, সংসদের বিশেষ অধিবেশন ডাকার পর থেকেই বিলগুলি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

তবে অন্যান্য বিলকে ছাপিয়ে রাজনৈতিক চর্চায় প্রাধান্য পাচ্ছে ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিলটি। এই ‘এক দেশ, এক ভোট’ ধারণাটি সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠানকে বোঝায়। অর্থাৎ সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। এর ফলে খরচ এবং সময় তুলনামূলকভাবে অনেকখানি সাশ্রয় হবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক নির্বাচন’ করার বিষয়ে একাধিকবার মন্তব্য করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

আগামী বছর ভারতে লোকসভা ভোট। তার আগে সংসদে এই বিল পাশ হলে আগামী বছর লোকসভার সঙ্গেই সারা দেশে প্রতিটি রাজ্যে ফের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ইতিমধ্যে অবিজেপি দলগুলি একত্রিতভাবে গড়েছে ইন্ডিয়া জোট। ২৬টি দল নিয়ে গঠিত ওই জোটে সম্প্রতি নাম লিখিয়েছে আরও ২টি দল। এমন আবহে নয়া বিলকে ঘিরে ফের সংসদের বিশেষ অধিবেশন তেতে উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

XS
SM
MD
LG