বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান সংঘাত ও সামরিক অভ্যুত্থানের কারণে; এসডিজি, জলবায়ু পদক্ষেপ ও মানবিক পদক্ষেপের মতো সর্বোচ্চ অগ্রাধিকারগুলো বৈশ্বিক এজেন্ডায় পিছিয়ে যাওয়ার আশঙ্কায় সৃষ্টি হচ্ছে। আর, এ কারণে বাংলাদেশ উদ্বিগ্ন।”
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘জি-২০ সামিট: ঢাকা টু নয়া দিল্লি’ শীর্ষক আলোচনায় এ উদ্বেগের কথা জানান তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, “আমাদের এক পৃথিবী এবং এক মানবতার সুবিধার জন্য এই ধারণার প্রসার করে কল্যাণের সকল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আর, আন্তর্জাতিক সম্মিলিত পদক্ষেপের গতি বাড়াতে আমরা জি-২০ নেতৃত্বের ওপর নির্ভর করি।”
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান অনিশ্চিত সময়ে, জাতীয় প্রেক্ষাপটে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে, আসন্ন বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ তার দৃষ্টিভঙ্গি তুলে ধরার অপেক্ষায় রয়েছে।