অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর-পূর্বে মণিপুরে ফের রক্তক্ষয়ী জনজাতি সংঘর্ষ, প্রাণহানি দু' জনের


মেইতেই ও কুকি উপজাতিদের লড়াইয়ে গত চার মাসের কাছাকাছি সময় উত্তপ্ত মণিপুর।
মেইতেই ও কুকি উপজাতিদের লড়াইয়ে গত চার মাসের কাছাকাছি সময় উত্তপ্ত মণিপুর।

ভারতের উত্তর-পূর্বের জনজাতি দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে নতুন করে হিংসার খবর পাওয়া গেল বুধবার ৩০ অগাস্ট। গোষ্ঠীসংঘর্ষে ফের আগুন জ্বলছে মণিপুরে। বুধবার সকালেই চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেনটাক অঞ্চলে নতুন করে অশান্তি শুরু হয়েছে কুকি ও মেইতেই সম্প্রদায়ের আদিবাসীর গোষ্ঠীর মধ্যে।

সংবাদ সূত্রের খবর, কোইরেনটাক এলাকায় কুকিদের গ্রামে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামের নিরাপত্তা বাহিনীও। গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অন্তত ৭ জন। ঘটনাস্থলে পৌঁছে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম জাংমিনলুন গাংতে, অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহতরা কৃষক বলে দাবি করেছে গ্রামের কুকিদের সংগঠন আইটিএলএফ। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, সাত সকালে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে আততায়ীরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। চাষিরা মাঠে কাজ করছিলেন সেই সময়। তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গ্রামরক্ষী বাহিনীও প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু গুলির লড়াইয়ে নিরীহ কুকি আদিবাসীদের প্রাণ যায়। ঘটনার পর সকাল থেকেই গ্রামে টহল দেওয়া শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একজনকে আটকও করা হয়েছে।

মেইতেই ও কুকি উপজাতিদের লড়াইয়ে গত চার মাসের কাছাকাছি সময় উত্তপ্ত মণিপুর। কিছুদিন আগেই বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকার একটি গ্রামে কুকি জঙ্গিদের আক্রমণে তিনজন নিরস্ত্র মেইতেই গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই ৩ জনের মধ্যে দুজনকে গুলি করে খুন করার আগে ধারালো অস্ত্র দিয়ে তাদের দেহ ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল।

এই গোষ্ঠী সংঘর্ষের জেরে অশান্তি ছড়িয়ে পড়েছে রাজ্যের নানা দিকে। জ্বলেছে বহু মানুষের ঘর-বাড়ি। প্রাণ গেছে বহুজনের। নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মহিলারা। লাগাতার অশান্তির পর বুধবারই প্রথম রাজ্যের পরিস্থিতি নিয়ে বিধানসভা অধিবেশন বসেছে মণিপুরে। মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে ইতিমধ্যেই নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। লোকসভার অধিবেশন জুড়ে বারবার বিরোধীরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল। এই পরিস্থিতিতেই বিধানসভা অধিবেশন বসছে। তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর।

XS
SM
MD
LG