অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার অর্থনৈতিক ও কূটনৈতিক ভাবে ব্যর্থ: মঈন খান


সোমবাবার (২৮ আগস্ট) রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান।
সোমবাবার (২৮ আগস্ট) রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান।

বাংলাদেশের ব্রিকস-এর সদস্যপদ না পওয়াকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। সোমবাবার (২৮ আগস্ট) রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডক্টর মঈন খান বলেন, “এই সরকার শুধু অর্থনৈতিকভাবে নয়, কূটনৈতিকভাবেও ব্যর্থ হয়েছে। ব্রিকসের সদস্য হবে বলে গর্ব করে দক্ষিণ আফ্রিকা গেলো। আমাদের বন্ধুপ্রতীম দেশ (ভারত) ব্রিকসের সদস্যপদ সম্প্রসারণের বিষয়ে বড় সিদ্ধান্ত নেয়। তারা আমাদের অন্তর্ভুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছে।”

মঈন খান বলেন, “এটা প্রশংসনীয় যে সরকার গত ১৫ বছরে অনেক মেগা প্রকল্প গ্রহণ করেছে এবং অনেকগুলো বাস্তবায়ন করেছে। আমি কেন তাদের ভালো কাজের প্রশংসা করব না? কিন্তু মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে তার কথা আমাকে বলতে হবে।”

তিনি বলেন, “দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, এই বাস্তবতা সরকার অস্বীকার করতে পারে না।” সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মঈন খান আরো বলেন, “দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কারণে ব্রিকসে বাংলাদেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এটাই বাস্তবতা এবং এটাই সত্য।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-কে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং ভিডিও মুছে ফেলার জন্য হাইকোর্টের নির্দেশনার সমালোচনা করেন ডক্টর মঈন খান।

তিনি বলেন, “তাকে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? একজন মানুষকে ভয় পান কেন? কারণ তিনি (তারেক) বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে পৌঁছে গেছেন এবং এই সরকার জনগণকে ভয় পায়।”

ডক্টর মঈন খান বলেন, “জনগণের কণ্ঠস্বর-কে দমিয়ে রাখার জন্য ডিএসএ-কে সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) রূপান্তরিত করার সরকারের পদক্ষেপ 'নতুন বোতলে পুরানো মদ' ছাড়া আর কিছুই নয়।

XS
SM
MD
LG