অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনিশ কোম্পানির প্রস্তাব বিবেচনার আশ্বাস শেখ হাসিনার


সোমবার (২৮ আগস্ট) মায়ের্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি'অ্যাফেয়ার্স আন্দ্রেস বি কার্লসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
সোমবার (২৮ আগস্ট) মায়ের্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি'অ্যাফেয়ার্স আন্দ্রেস বি কার্লসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের চট্টগ্রামের লালদিয়ায়, নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্ক-এর একটি প্রতিষ্ঠান যে প্রস্তাব দিয়েছে, তা বিচেনার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড্যানিশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি মায়ের্স্ক গ্রুপ এই কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, মায়ের্স্ক গ্রুপের প্রস্তাবটি, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ বিবেচনা করবে।সোমবার (২৮ আগস্ট) মায়ের্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি'অ্যাফেয়ার্স আন্দ্রেস বি কার্লসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। প্রেস সচিব জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে। বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সাক্ষাৎকালে উল্লেখ করেন, “চট্টগ্রাম ও মোংলা দুটি বন্দর ইতোমধ্যে চালু রয়েছে। সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর নির্মাণ করছে, শিগগিরই এটি চালু হবে। ভারত, নেপাল ও ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। এ সব বন্দরে; বিশেষ করে পায়রা বন্দরে, অনেক সুযোগ-সুবিধা থাকবে।”

বৈঠকে মায়র্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “বাংলাদেশে কনটেইনার শিপিং ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।”

XS
SM
MD
LG