এ বছরের এশিয়া কাপে অংশ নিতে, রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল । তবে, এই যাত্রায় দলে নেই ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন দাস। গত দুই দিন ধরে জ্বর থাকায় দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি যেতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল উইং নিশ্চিত করেছে, লিটন সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। জানিয়েছে, লিটনকে পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টে ডেঙ্গু বা অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা জানা যায়নি।
এদিকে, আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবও একাই শ্রীলঙ্কা গেছেন। তাকে টিম লাইনআপে অন্তর্ভুক্ত করায়, তার জন্য আলাদা ফ্লাইট নির্ধারণ করা হয়। পায়ের চোটের কারণে এবাদত হোসেন বাদ পড়ার পর তাকে টিমে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে ডানহাতি পেসার তাসকিন আহমেদ এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের জয়ের বিষয়ে তার আশার কথা জানিয়েছেন। তাসকিন বলেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য এই বছরের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা। ফাইনালে পৌঁছানো একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে।”
৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। এরপর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে, টিম টাইগার পাকিস্তানে যাবে। সেখানে তারা ৫০ ওভারের দুটি ম্যাচ খেলবে।
বাংলাদেশের হেডকোচ এই ভ্রমণের সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তামিম ইকবাল সম্প্রতি ফিটনেস অনিশ্চয়তার কারণে পদত্যাগ করার পর, এশিয়া কাপের এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উভয়েই এশিয়া কাপে ইতিবাচক ফলাফল অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন; সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাকিব আহমেদ, মাহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।