ভারতের অধিকাংশ অবিজেপি শাসিত রাজ্যে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সাম্প্রতিক সময়ে নজরে পড়ার মতো বেড়েছে। উত্তর ভারতের পাঞ্জাবে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের বিবাদে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের সঙ্গে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মতানৈক্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। চলমান বিরোধকে শুক্রবার ২৫ অগাস্ট নতুন মাত্রা দিয়েছেন রাজপাল।
তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন, তার চিঠির জবাব না দিলে তিনি রাজ্যে সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে রাজ্য সরকারকে বরখাস্ত করতে রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। মুখ্যমন্ত্রীকে তিনি আরও লিখেছেন, "চরম পদক্ষেপ করার আগে সতর্ক হোন। আমাকে উপেক্ষা করলে বড় খেসারত দিতে হতে পারে।"
এর আগে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকতে অস্বীকার করে রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত সুপ্রিম কোর্টের ভৎসর্নার মুখে পড়েন। শীর্ষ আদালত বলে বিধানসভার অধিবেশন কবে বসবে সে ব্যাপারে রাজ্য সরকারই শেষ কথা বলার অধিকারী। রাজ্যপাল অধিবেশনের সিদ্ধান্ত অনুমোদন না করলে তা অসাংবিধানিক হবে।
পাঞ্জাবের রাজ্যপালের সাম্প্রতিক চিঠিটিও নজিরবিহীন। একথা ঠিক, ৩৫৬ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে রাজ্য সরকারকে বরখাস্ত করতে রাজ্যপাল কেন্দ্রের কাছে সুপারিশ করতে পারেন। অতীতে এমন দৃষ্টান্ত অসংখ্য আছে। কিন্তু কোনও রাজ্যপালকে ৩৫৬ নম্বর অনুচ্ছেদ প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে দেখা যায়নি। তাও মুখ্যমন্ত্রী চিঠির জবাব না দেওয়ার সরকাররে বরখাস্তের হুঁশিয়ারি দিয়ে চিঠি অভাবনীয় ঘটনা বলেই মনে করছে রাজ্যনৈতিক মহল।