অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনা: আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা


দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনা: আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা
দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনা: আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী রীগের সভানেত্রী শেখ হাসিনা লুটেরাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ আহবান জানান। এ সময় তিনি নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

শেখ হাসিনা বলেন, “দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না। এমনটা হলে দেশ ধ্বংস হয়ে যাবে।” তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন যাত্রা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।” আগামী সাধারণ নির্বাচনে, আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে, আপনাদের সকলের সহযোগিতা চাই, নৌকায় ভোট চাই।”

ব্রিকস সম্মেলনে যোগ দিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দক্ষিণ আফ্রিকা সফর করছেন।

XS
SM
MD
LG