অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা


কক্সবাজারে রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা (প্রতীকী ছবি)
কক্সবাজারে রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা (প্রতীকী ছবি)

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৮ বছর বয়সী এক রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ অগাস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা তরুণ মোহাম্মদ ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরএসও সোর্স সন্দেহে আরসার সন্ত্রাসীরা ওই তরুণকে গুলি করে করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় পুলিশ ইউনুসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG