বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জাপানের নারিতায (টোকিও) আগামী ১ সেপ্টেম্বর সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
শফিউল আজিম জানান, উদ্বোধনী ফ্লাইটটি ১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। ২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তিনি আরও জানান, ২ সেপ্টেম্বর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৭৭ যাত্রা করবে।
শফিউল আজিম বলেন, ঢাকা থেকে নারিতা বিমানের ফ্লাইট প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে এবং নারিতা থেকে ঢাকার উদ্দেশে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১১টায় ছাড়বে।
তিনি জানান, ২৫ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা এবং ফিরতি টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা। তবে নতুন রুট উদ্বোধন উপলক্ষে ছাড় দিয়েছে বিমান। ১৫ অগাস্ট পর্যন্ত বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়। এ সময় ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৪৯ হাজার ১০০ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরুতে ছিল ৮৪ হাজার ৪৯৬ টাকা। জানা গেছে, এরই মধ্যে উদ্বোধনী ফ্লাইটের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
বিমানের মতে, জাপানে অবস্থান করা বাংলাদেশির সংখ্যা খুবই কম। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিযুক্ত থাকা জাপানি নাগরিকেরাই এই রুটের যাত্রী হবেন বলে আশা করা হচ্ছে।
বিমানের সিইও শফিউল আজিম বলেন, খুহ শিগগিরই আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে ২৪ ঘণ্টা কল সেন্টার চালু করতে যাচ্ছি। যাত্রীরা ২৪ ঘণ্টাই বিমানের সব আপডেট তথ্য জানতে পারবেন কল সেন্টারের মাধ্যমে। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে বিমানে ব্যাগেজ ব্যবস্থা অটো করা হবে। যার যত কেজি ব্যাগেজ অনুমোদন থাকবে তার থেকে ১ কেজিও বেশি নেওয়া যাবে না।
শফিউল আজিম আরও বলেন, এটি সিস্টেমে আটকে যাবে। বেশি ওজন হলে বোর্ডিং আসবে না। ১ সেপ্টেম্বর থেকে এই অটোমেটিক সিস্টেম চালু করা হবে।