‘ভুয়ো খবর’ রুখতে এবার তৎপর হল ভারতের কর্নাটক রাজ্যের কংগ্রেস সরকার। সোমবার ২১ অগাস্ট মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্য স্তরে একটি ‘ফ্যাক্ট চেক’ ইউনিট তৈরির ব্যাপারে অনুমোদন দিয়েছেন।
এই উদ্যোগের কারণ, যতদিন যাচ্ছে সাইবার প্রতারকদের আনাগোনা বাড়ছে। সেইসঙ্গে ছড়িয়ে পড়ে বিভিন্ন বিষয়ে ভুয়ো খবর ও ভুল তথ্য। যা অনেক সময় রাজ্যের কাছে হুমকির বিষয় হয়ে দাঁড়ায়। তাই সেইসব বিষয় নিয়ন্ত্রণ করা খুবই জরুরি বলে মনে করেছে কর্নাটকের কংগ্রেস। এই নিয়ে আলোচনা চলছিল কয়েকদিন ধরেই, সোমবার সেই বিষয়েই সিদ্ধান্ত নিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।
সোমবার তিনি এই ভুয়ো সংবাদ প্রতিরোধ বিষয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজের মতামত রাখতে গিয়ে বলেছেন, "সমাজের মেরুকরণের পিছনে ‘প্রধান কারণ’ এহেন ভুয়ো খবর এবং এটি গণতন্ত্রের কাছে হুমকি।"
তিনি একটি ফ্যাক্ট চেকিং কমিটি তৈরির অনুমোদন দেন। এই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়্গেকে। এই কমিটির কাজ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভুয়ো খবর ছড়ানো সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভুয়ো খবর প্রচারে নিষেধাজ্ঞা এবং এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যাপার ঠিক করবে এই কমিটি।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা অবিলম্বে ফ্যাক্ট চেকিং কমিটি গঠন এবং ক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ভুয়ো খবর শনাক্ত করা অপরিহার্য।"