বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন ইরাক সফর করছে। সফরকালে তারা দেশটির ব্যবসায়ী নেতা ও সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এসময় বিজিএমইএ সভাপতি বাংলাদেশ ও ইরাকের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি দলটি সোমবার (২১ আগস্ট) ইরাকের বাণিজ্যমন্ত্রী আথির দাউদ সালমান আল-গারিরি-এর সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সম্ভাব্য খাত চিহ্নিত করতে এবং পারস্পরিক সুবিধার জন্য বিনিয়োগ সক্ষমতা গড়ে তুলতে, ব্যবসায়িক মিথস্ক্রিয়া বাড়ানো বিষয়ে আলোচনা করেন তারা।
ফারুক হাসান, ইরাকের বাণিজ্যমন্ত্রী-কে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগ পরিস্থিতি, বিমানবন্দরের সক্ষমতা-সহ বাণিজ্য ও শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অবহিত করেন।বিজিএমইএ সভাপতি ইরাকি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
তিনি বাংলাদেশ থেকে ইরাকে সরাসরি রপ্তানি-আমদানি কার্গো পরিবহনের কথা উল্লেখ করেন এবং বাণিজ্যের সুবিধার্থে ঢাকা-বাগদাদ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ইরাকের বাণিজ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।।
ইরাকের বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ প্রতিনিধিদলকে ইরাকে ব্যবসা করতে ইচ্ছুক বাংলাদেশের ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দেন।