অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ভারতের হিমাচল প্রদেশে বাড়ছে মৃত্যু, কমছে না প্রাকৃতিক বিপর্যয়, আশঙ্কা বাড়ছে রাজধানীকে ঘিরেও


ইতিমধ্যেই সরকার থেকে গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইতিমধ্যেই সরকার থেকে গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উত্তর ভারতের একাধিক জায়গায় প্রবল প্রাকৃতিক বিপর্যয় অব্যাহত। বিশেষত হিমাচল প্রদেশ এখনও বিধ্বস্ত।

শুক্রবার ১৮ অগাস্ট পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে প্রবল বৃষ্টিতে সে রাজ্যে।

পাশাপাশি ধসের ফলে শিমলার এক শিব মন্দিরের নিচে ৪ জনের আটকে থাকার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই সরকার থেকে গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুধু হিমাচল প্রদেশই না, রাজধানী দিল্লিতেও ফের নতুন করে দেখা গেছে বৃষ্টির ভ্রূকুটি। দিল্লির একাধিক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি নতুন করে চিন্তায় ফেলেছে রাজধানীবাসীদের। এর আগে জুন মাসে প্রবল বৃষ্টিতেও বিপর্যস্ত হয়েছিল দিল্লির একাধিক এলাকা। এবার ফের এই বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে রাজধানী।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশ ও রাজধানী সহ গোটা উত্তর ভারত কবে মুক্ত হবে এই বিপর্যয় থেকে আপাতত সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে, মৌসম ভবন এখনো পর্যন্ত এর উত্তর দিতে পারেনি। সেই সঙ্গে, এই বিপুল বন্যা পরিস্থিতির ফলে, সম্ভবত, উত্তর ভারত বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে যার নজির নেই এ যাবৎকালের মধ্যে।

XS
SM
MD
LG