বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।” সোমবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের আলাপ কালে তিনি একথা বলেন। আব্দুল মোমেন বলেন, “আমার মূলনীতি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা।”
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন,“ভারতও সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব উপলব্ধি করে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রধান কারণ।”
ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের বিষয়ে জানতে চাইলে, আব্দুল মোমেন বলেন, “এখনো কিছু চূড়ান্ত হয়নি।”
তিনি বলেন, “বাংলাদেশ জোহানেসবার্গে মোদীর সঙ্গে শেখ হাসিনার একটি সৌজন্য সাক্ষাত চেয়েছিলো। কারণ নয়াদিল্লিতে সেপ্টেম্বরে জি-২০ -এর সাইডলাইনে উভয় প্রধানমন্ত্রীর বিস্তৃত দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
ড. মোমেন বলেন, “জোহানেসবার্গে সময় খুবই সীমিত। আর, সরকারগুলো সাধারণত শেষ মুহূর্তে সবকিছু নিশ্চিত করে।” তিনি বলেন, “চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠক হলে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়, পূর্বের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে।”
“আমরা আরো বিনিয়োগ এবং আরো বাণিজ্য চাই। সাধারণত আমরা এই বিষয়গুলো উত্থাপন করি;” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।