অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পরিপক্ক সরকার রয়েছে, আঞ্চলিক স্বার্থে তারা কিছু বলতেই পারে: আব্দুল মোমেন


পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২০ আগস্ট, ২০২৩।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২০ আগস্ট, ২০২৩।

ভারত সরকারকে ‘অত্যন্ত পরিপক্ক’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, “নয়াদিল্লি নিজেদের এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কিছু কথা বলতেই পারে। যদি তারা কিছু বলে থাকেন, তবে এটি অবশ্যই এই অঞ্চলের জন্য উপকারী হবে।”

রবিবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের আনন্দবাজার পত্রিকা ও ডয়চে ভেলে বাংলায় প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা বলেন।

ড. মোমেন বলেন, “ভারত একটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ এবং সে দেশের সরকার অত্যন্ত পরিপক্ক। তারা (ভারত) তাদের জন্য যা ভালো মনে করে তাই করে। এ বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো কারণ নেই। কারণ আমরা বিশ্বাস করি তাদের একটি পরিপক্ক সরকার ব্যবস্থা রয়েছে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন উপস্থিত ছিলেন।

ব্রিকস শীর্ষ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং সেখানে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠকের ব্যবস্থা করবো। শেষ মুহূর্তে এ ধরনের বৈঠক চূড়ান্ত হয় । এ কারণে এগুলো এখনো চূড়ান্ত রূপ পায়নি।বিষয়টি প্রক্রিয়াধীন।”

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “দক্ষিণ আফ্রিকা ও ভারত উভয় দেশেই কয়েকটি বৈঠক করার পরিকল্পনা করছে। যেহেতু দক্ষিণ আফ্রিকায় আমরা সীমিত সময় থাকবো, যতগুলো সম্ভব, সেসব বৈঠক (সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে) করার চেষ্টা করবো; বাকিগুলো নয়াদিল্লিতে হতে পারে।”

XS
SM
MD
LG