অ্যাকসেসিবিলিটি লিংক

লালবাগ থেকে ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তার


 লালবাগ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১৯ আগস্ট, ২০২৩।
লালবাগ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১৯ আগস্ট, ২০২৩।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) লালবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২০ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করেছে।

গ্রেপ্তার ছাত্রদলের ৬ নেতা হলেন; মমিনুল ইসলাম জিশান, মোহাম্মদ আরিফ বিল্লাহ, মো. হাসানুর রহমান, শাহাদাত হোসেন, জহির উদ্দিন বাবর ও মো. আব্দুল্লাহ আর রিয়াদ। এরা সকলেই বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পর্যায়ের সংগঠক।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন জোরদার করার পরিকল্পনা করছিলেন তারা। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG