ওবায়দুল কাদের বলেন, “ডেঙ্গু থেকে যেমন জনগণের জীবন নিরাপদ নয়। তেমনি বিএনপির হাতে দেশের নিরাপত্তা ও গণতন্ত্র নিরাপদ নয়। তাই আমাদের ডেঙ্গু ও বিএনপিকে প্রতিরোধ করতে হবে।”
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কবে নিষেধাজ্ঞা ও ভিসা নীতি দেবে সেই আশায় যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে বিএনপি। কিন্তু, তাদের (বিএনপি) চোখের পাওয়ার কমে গেছে এবং এখন বিএনপি কিছুই দেখতে পাচ্ছে না।”
এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়: রুহুল কবির রিজভী
এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন। সরকার তাকে হুইল চেয়ারে বাসায় ফেরৎ পাঠিয়েছে। এ সরকার যে কত নিষ্ঠুর, এটাই তার প্রমাণ। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, তার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।”