অ্যাকসেসিবিলিটি লিংক

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের বিরুদ্ধে


রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের বিরুদ্ধে
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়ায়, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে পুঠিয়া উপজেলার বানেশ্বরে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন আরইউজে'র সভাপতি রফিকুল ইসলাম। তিনি জানান, বিকালে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে রাজশাহী নগরীর দিকে আসছিলেন। পুঠিয়ার বানেশ্বর এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মোটরসাইকেলে এসে তার প্রাইভেটকার ঘিরে ধরে। তিনি গাড়ি থেকে বের হওয়ার আগেই হামলাকারীরা চাইনিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছিলাম। এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতারা। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, “রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা মানে রাজশাহীর সকল সাংবাদিকের ওপর হামলা। আমরা এই হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা করি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

XS
SM
MD
LG