অ্যাকসেসিবিলিটি লিংক

চীন থেকে পরিচালিত ভুয়ো বেটিং অ্যাপ প্রতারণায় ন'দিনে খোয়া গেল ১২০০ ভারতীয়র ১৪০০ কোটি টাকা


চীন থেকে পরিচালিত ভুয়ো বেটিং অ্যাপ প্রতারণায় ন'দিনে খোয়া গেল ১২০০ ভারতীয়র ১৪০০ কোটি টাকা
চীন থেকে পরিচালিত ভুয়ো বেটিং অ্যাপ প্রতারণায় ন'দিনে খোয়া গেল ১২০০ ভারতীয়র ১৪০০ কোটি টাকা

ভারতে অনলাইন বেটিং আইনত নিষিদ্ধ, কিন্তু আইনের ফাঁক গলে বহু চক্রই এখনও বেশ সক্রিয়। চলে বেশ কিছু অ্যাপ-ও। সেই সব অ্যাপ-এর মাধ্যমে নিয়মিত বেটিং করা হয় এবং চলে টাকাপয়সার লেনদেন। এবার তেমনই এক অ্যাপ-এর দূর্নীতিতে সব মিলিয়ে ফাঁসলেন ১২০০ ভারতীয়, খোয়া গেল মোট ১৪০০ কোটি টাকা।

চীন থেকে পরিচালনা করা ওই ভুয়ো ফুটবল বেটিং অ্যাপ-এর আড়ালে বিশাল বড় প্রতারণা চক্র কাজ করছিল। ৯ দিন ধরে প্রতারিত হওয়ার পরে বিরাট পরিমাণ টাকা হারিয়েছেন ‘ফুটবলপ্রেমী’ সেই ভারতীয়রা।

সম্প্রতি এই প্রতারণা চক্রকে ধরেছে গুজরাত পুলিশ।

জানা গেছে, চীনের শেনজেন প্রদেশের বাসিন্দা উ উয়ানবে নামে এক ব্যক্তি এই অ্যাপ চালাচ্ছিলেন, তিনিই এই প্রতারণা চক্রের ‘মাথা’। ২০২০ থেকে ২০২২ সাল ভারতে এসে ছিলেন তিনি, বিহার এবং গুজরাতের নানা জায়গায় ঘুরেছেন। এর পরে কয়েকজন ভারতীয়র সাহায্যেই তিনি এই বেটিং অ্যাপটি চালু করেন।

ভুয়ো অ্যাপটির নাম ‘দানি ডেটা’। সেখানে বেটিং চলত ফুটবল নিয়ে। তাতে প্রায়ই টাকা খোয়াতে শুরু করেন ভারতীয় গ্রাহকরা। প্রতারিতদের প্রায় সকলেই গুজরাত কিংবা উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। ২০২২ সালে প্রথম এই অ্যাপ-প্রতারণার কথা সামনে এলে তদন্তে নামে গুজরাত গোয়েন্দা সংস্থা। আগ্রা পুলিশও এই নিয়ে তদন্ত করছিল। শেষমেশ এই প্রতারণার পর্দা ফাঁস হয়।

জানা গিয়েছে, ১৫ বছর থেকে শুরু করে ৭৫ বছর বয়সী বহু ব্যক্তিই টাকা হারিয়েছেন এই অ্যাপ-এ। প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকা করে উধাও হয়েছে। মাত্র ৯ দিনের জন্য এই অ্যাপটি সক্রিয় ছিল। তার মধ্যেই মোট ১৪০০ কোটি টাকা লোক ঠকিয়ে নিয়ে নেওয়া হয়।

সিআইডি জানিয়েছে, গুজরাতের ৯ জন বাসিন্দাও এই ঘটনায় জড়িত। প্রতারণার টাকা বিদেশে পাচার করতে ভুয়ো সংস্থাও খোলা হয়েছিল একটি। ২০২২ সালে আইটি আইনে এই ঘটনায় প্রথম মামলা দায়ের করেছিল গুজরাত পুলিশ। গত মার্চে চার্জশিট পেশ হয়েছে এই মামলায়। তাতেই জানা গেছে বিস্তারিত।

সংবাদ সূত্রে জানা গেছে, অভিযুক্ত উয়ানবে-র এই ব্যবসা অবশ্য থেমে নেই। তিনি শেনজেন থেকে এখনও বিভিন্ন অনলাইন প্রতারণা করে চলেছেন। হংকং এবং সিঙ্গাপুরেও প্রতারণার জাল বিছানো রয়েছে তার। বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমেই কোটি কোটি টাকা ঠকিয়ে চলেছেন তিনি।

XS
SM
MD
LG