অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সাইবার ক্রাইম রুখতে সিম কার্ড ক্রয়, বিক্রয়ে কঠোর নিয়ম আনছে কেন্দ্র সরকার


ভারতে সাইবার ক্রাইম রুখতে সিম কার্ড ক্রয়, বিক্রয়ে কঠোর নিয়ম আনছে কেন্দ্র সরকার
ভারতে সাইবার ক্রাইম রুখতে সিম কার্ড ক্রয়, বিক্রয়ে কঠোর নিয়ম আনছে কেন্দ্র সরকার

বিগত কয়েক বছর ধরেই ভারতে ক্রমবর্দ্ধমান সাইবার ক্রাইম। এ ধরনের অপরাধ রুখতে কেন্দ্র সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এবার মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহার নিয়ে আরও কঠোর বিধি আনতে চলেছে কেন্দ্র।

সিম কার্ড বিক্রেতাদের জন্য বেঁধে দেওয়া হচ্ছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী, তাদের পুলিশি যাচাইকরণ বাধ্যতামূলক। শুধু তাই নয়, বায়োমেট্রিক পরীক্ষার মধ্যে দিয়েও যেতে হবে ডিলারদের।

কেন্দ্রীয় টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বৃহস্পতিবার ১৭ অগাস্ট সাংবাদিক সম্মেলন করে নতুন নিয়মের কথা জানিয়েছেন। তিনি জানান, সরকার ইতিমধ্যেই ৫২ লাখ কানেকশন বন্ধ করে দিয়েছে। জাল নথি ব্যবহার করেনএইসব কানেশন নেওয়া হয়েছিল। সেইসঙ্গে সারা দেশের ৬৭ হাজার ডিলারকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সাইবার প্রতারণায় এইসব ডিলারদের বিরুদ্ধে সব মিলিয়ে ৩০০ এফআইআর দায়ের হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "আগে মানুষ একসঙ্গে অনেক সিম কার্ড কিনতেন। সিম কার্ড নেওয়ার জন্য আগে যে নিয়ম ছিল, সেটা বাতিল করা হচ্ছে। জালিয়াতি বন্ধ করতে ব্যবসায়ীদের জন্য কড়া বিধি আনা হচ্ছে।"

নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বিক্রেতাদের পুলিশি যাচাইকরণ করা বাধ্যতামূলক। পাশাপাশি বায়োমেট্রিক পরীক্ষা ও সরকারিভাবে নাম নথিভুক্তিকরণ করাও প্রয়োজন। যদি এই নিয়ম মানা না হয়, তবে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

কেন্দ্র সরকার ১২ মাস অর্থাৎ ১ বছর সময় দিয়েছে সিম কার্ড বিক্রেতাদের। এই সময়ের মধ্যে প্রত্যেককে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়াও আধার কার্ডের অপব্যবহার রোধ করতে সরকার জনসংখ্যার বিবরণ নথিভুক্তকরণ করা বাধ্যতামূলক করেছে। এর জন্য প্রিন্ট করা আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করতে হবে।

বাল্ক কানেকশন দেওয়ার নিয়মও বাতিল করা হয়েছে। একজন ব্যক্তি, যথাযথ পরিচয়পত্র ও নিয়ম মেনে নিজের নামে ৯টি সিম কার্ড তুলতে পারবেন।

একটি ফোন নম্বর বা সিম কার্ড বন্ধ হওয়ার ৯০ দিন পর্যন্ত অন্য ব্যবহারকারীকে ইস্যু করা যাবে না। একজন ব্যবহারকারীকে সিম বদলের জন্য সম্পূর্ণ কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

XS
SM
MD
LG