অ্যাকসেসিবিলিটি লিংক

শরতের শুরুতে বাংলাদেশে মৃদু তাপ প্রবাহ


শরতের শুরুতে বাংলাদেশে মৃদু তাপ প্রবাহ
শরতের শুরুতে বাংলাদেশে মৃদু তাপ প্রবাহ

ঋতু পরিক্রমায় বাংলাদেশে শরৎকাল শুরু হয়েছে। গ্রীষ্মের তাপদাহের পর বার্ষার প্রবল বৃষ্টিপাত আর পৃথিবীর সৌর পরিভ্রণের নিয়ম অনুসারে, বাংলাদেশের তাপমাত্রা ক্রমশ মাঝারি অবস্থায় নেমে আসার কথা। অগ্রসর হওয়ার কথা শীতলতর তাপমানের দিকে। এই সময়ে এসেও, বাংলাদেশের বড় অঞ্চল জুড়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের কিছু অংশে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর ও সিলেট বিভাগ এবং পাবনা ও বগুড়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বিভাগ আরো বলেছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার সকাল ৬টায় শেষ হওয়া ২৪ ঘণ্টায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে; রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

XS
SM
MD
LG