অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন কংগ্রেস রাজ্য সভাপতি নিয়োগ


ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন কংগ্রেস রাজ্য সভাপতি নিয়োগ।
ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন কংগ্রেস রাজ্য সভাপতি নিয়োগ।

ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস হাইকমান্ড রাজ্য সভাপতি করল বারাণসীর বাসিন্দা অজয় রাই-কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে দু’বার কংগ্রেসের টিকিটে লড়াই করা অজয় উত্তর প্রদেশ বিধানসভার প্রাক্তন বিধায়ক। এর আগে রাজ্য সভাপতি ছিলেন ব্রিজলাল খাবড়ি। যদিও গত বছর মার্চে উত্তর প্রদেশ বিধানসভার ভোটে কংগ্রেসের পরাজয়ের পর ব্রিজলালকে সরিয়ে দেওয়া হয়। দেশের বৃহত্তম রাজ্যটিতে কংগ্রেসের রাজ্য সভাপতির পদ তখন থেকে খালি ছিল।

উচ্চবর্ণের মানুষ অজয় বারাণসীর পরিচিত মানুষ। তার বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে। ২০০৯ সালে তিনি বারাণসী লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হতে চেয়ে টিকিট না পেয়ে সমাজবাদী পার্টির হয়ে লড়াই করেন। কিন্তু জিততে পারেননি। হেরে যাওয়ার পর ফের কংগ্রেসে ফেরেন। ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে তিনি নিজেই মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

দলীয় সূত্রের খবর, অজয়ের প্রভাব, পরিচিতি মূলত পূর্ব উত্তর প্রদেশে । কিন্তু এই মুহূর্তে গো-বলয়ের এই রাজ্যে কংগ্রেসের এমন কোনও নেতা নেই যাকে গোটা রাজ্য এক ডাকে চেনে। মোদীর বিরুদ্ধে দু’বার লড়াই করার সুবাদে অজয় সম্পর্কে দলের লোকজন ওয়াকিবহাল।

এদিকে, কংগ্রেস হাইকমান্ড বৃহস্পতিবার ১৭ অগাস্ট আরও দুটি সাংগঠনিক পরিবর্তন করেছে। রণদীপ সুরজেওয়ালা-কে কর্নাটকের পাশাপাশি ভোটমুখী মধ্য প্রদেশেরও দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মুকুল ওয়াসনিক-কে দেওয়া হয়েছে গুজরাতের দায়িত্ব।

XS
SM
MD
LG