অ্যাকসেসিবিলিটি লিংক

জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে কাজ করছে সরকার—পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন


ঢাকায় জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ১৬ অগাস্ট, ২০২৩।
ঢাকায় জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ১৬ অগাস্ট, ২০২৩।

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

বুধবার (১৬ অগাস্ট) রাজধানী ঢাকায় জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সম্প্রতি জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে সঠিক পুনর্ব্যবহারের জন্য ‘হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন’ অনুমোদন করেছে। বাংলাদেশ জাহাজ পুনর্ব্যবহার আইন, ২০১৮; টেকসই জাহাজ ভাঙা শিল্প গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাহাজ পুনর্ব্যবহার বিধিমালা, ২০১১ এবং মেডিকেল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা, ২০০৮ প্রণয়ন করা হয়েছে।

মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ ভাঙ্গা শিল্পের উল্লেখযোগ্য অবদান থাকলেও এর পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সবার আগে এর সঙ্গে জড়িত শ্রমিক ও তাদের স্বাস্থ্যগত দিকের নিরাপত্তা বিধান করতে হবে। পরিবেশগত ঝুঁকির দিকগুলো চিহ্নিত করে তা দূর করার মাধ্যমে জাহাজ ভাঙ্গা শিল্প যাতে বিকশিত হতে পারে সে বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। টেকসই ও পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাহাজ ভাঙার পরিবেশ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ইসিসি) মাসুদ ইকবাল মো. শামীম এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী।

XS
SM
MD
LG