অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল প্রাকৃতিক বিপর্যয় অব্যাহত, জারি লাল সতর্কতা, মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৬৬


ভারতের হিমাচল প্রদেশের একাধিক রাস্তায় ধস নেমে যোগযোগ বিচ্ছিন্ন। পাহাড়ি নদীগুলির জলের তোড়ে ভেসে গেছে অসংখ্য বাড়ি।
ভারতের হিমাচল প্রদেশের একাধিক রাস্তায় ধস নেমে যোগযোগ বিচ্ছিন্ন। পাহাড়ি নদীগুলির জলের তোড়ে ভেসে গেছে অসংখ্য বাড়ি।

অতি ভারী বৃষ্টির দাপটে উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিপর্যয় অব্যাহত। দুই রাজ্যে দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৬ জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগযোগ বিচ্ছিন্ন। পাহাড়ি নদীগুলির জলের তোড়ে ভেসে গেছে অসংখ্য বাড়ি। ফের ধস নেমেছে হিমাচলের বিলাসপুর জেলায়। যার জেরে বন্ধ করে দিতে হয়েছে ২০৫ নম্বর জাতীয় মহাসড়ক। তার পড়শি রাজ্য উত্তরাখণ্ডে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি হিসেবে নিখোঁজ ১০ জন। বেসরকারিভাবে এই সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে পাহাড়ি রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সোলানে মৃত্যু বাড়ছে। বন্যার জলে ভেসে গেছে দুটি বাড়ি এবং একটি গোয়াল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তারইমধ্যে উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রিনাথ হাইওয়েতে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে একাধিক গাড়ি। সেই ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস, দুই রাজ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ হিমাচল এবং উত্তরাখণ্ডের একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

শিমলাতে ফের ধস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। তুমুল বৃষ্টিতে মাটি আলগা হয়ে বাড়িঘর ধসে পড়ছে। পুলিশ জানিয়েছে, কানলোগের কাছে টুটিকান্দি-ফাগলি বাইপাস, সিমলার এডওয়ার্ড স্কুলের কাছে কার্ট রোড, বেওলিয়ার কাছে মেহলি-বাদাগাঁও-শোঘির রাস্তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মান্ডি জেলায়। হিমাচলের মন্ত্রী জগৎ সিং নেগি জানিয়েছেন, এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ের কারণে প্রায় ৮০০ বাড়ি ভেসে গিয়েছে। আরও ৭,৫০০টি বাড়ি ভেঙেচুরে গিয়েছে।

ধস প্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এদিকে, গত সোমবার শিমলার সামার হিলের কাছে একটি শিবমন্দির ধসে পড়ে। ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন ভক্ত আটকে পড়ে থাকতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিমলার কৃষ্ণনগর এলাকায় মোট আটটি বাড়ি ধসে পড়েছে বলে খবর।

উত্তরাখণ্ডের ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেরাদুন, পাউরি, তেহরি, নৈনিতাল, উধম সিংয়ের মতো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ একটানা বৃষ্টি চলবে। বাড়বে নদীর জলস্তর।

XS
SM
MD
LG