অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের স্বাধীনতা দিবসে ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের সম্ভারে সাজল গুগল ডুডল


ভারতের স্বাধীনতা দিবসে ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের সম্ভারে সাজল গুগল ডুডল।
ভারতের স্বাধীনতা দিবসে ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের সম্ভারে সাজল গুগল ডুডল।

ভারতের স্বাধীনতা দিবসে, মঙ্গলবার ১৫ অগাস্ট অন্যরকমভাবে সেজে উঠল গুগল ডুডল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই বিশেষ দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের ২১টি এলাকার সমৃদ্ধশালী বস্ত্রশিল্পের কোলাজ দিয়ে নিজেকে সাজিয়ে তুলল ডুডল। রঙ-বেরংয়ের সেই ডুডলে ভারতের বিভিন্ন প্রদেশের বৈচিত্র‍্য এবং প্রাণবন্ত সংস্কৃতি প্রতিফলিত হচ্ছে।

ভারত বরাবরই বস্ত্রশিল্পের ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী বুননশৈলী। গুজরাতের কচ্ছ এমব্রয়ডারি থেকে শুরু করে ওড়িশার ইক্কত, জম্মু ও কাশ্মীরের পশমিনা কানি থেকে শুরু থেকে কেরলের কাসাভু, বাংলার কাঁথাস্টিচ, রাজস্থানী বাঁধনির কাজ সহ সমস্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী বস্ত্রশিল্পের ছোট ছোট টুকরো ছবি জুড়ে এদিনের গুগল ডুডলে তৈরি হয়েছে আয়তাকার একটি ছবি, তার মাঝে শোভা পাচ্ছে ইংরেজিতে লেখা ‘গুগল’। সেটিও সেলাইয়ের স্টাইলেই লেখা হয়েছে। সার্চ ইঞ্জিন খুললেই দেখা মিলবে এই ডুডলের।

নয়াদিল্লির শিল্পী নম্রতা কুমারের হাতের ছোঁয়া এবং শৈল্পিক বুদ্ধিতে প্রাণ পেয়েছে বিশেষ দিনটির গুগল ডুডল। নম্রতা জানিয়েছেন, বিভিন্ন ঘরানার কাপড়গুলি তৈরির আলাদা আলাদা পদ্ধতি এই ডুডলে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন বুননশৈলী, এমব্রয়ডারি, ছাপার পদ্ধতি, রঙ করার কৌশল, হাতে আঁকা কাপড় ছিল তার অনুপ্রেরণা। "আমি চেষ্টা করেছি, যাতে একটা ভারসাম্য বজায় রেখে দেশের বিভিন্ন ভৌগলিক এলাকার প্রতিনিধিত্ব করতে পারি," জানিয়েছেন নম্রতা। "ভারতীয় টেক্সটাইল এবং জাতিসত্তার সঙ্গে তাদের গভীর সংযোগকে সম্মান করা এবং উদযাপন করাই ছিল এই ডুডল আঁকার মূল লক্ষ্য," আরও জানিয়েছেন তিনি।

"আমার আশা ছিল যে এই শিল্পকর্মের মাধ্যমে আমি ভারতের বস্ত্রশিল্পের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শৈল্পিক উজ্জ্বলতার উপর আলোকপাত করতে পারব এবং এমন কিছু তৈরি করতে পারব যা গুগল ডুডল প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের সঙ্গে অনুরণিত হবে," জানিয়েছেন নম্রতা।

"এই শিল্পকর্মে প্রদর্শিত প্রতিটি টেক্সটাইল দক্ষ কারিগর, কৃষক, তাঁতি, রঞ্জক, মুদ্রক এবং বয়নশিল্পীদের সম্মিলিত কারুকার্যের প্রমাণ। একসঙ্গে তারা এই অসাধারণ টেক্সটাইলগুলি তৈরি করে যা ভারতের সৃজনশীল চেতনাকে মূর্ত করে তোলে," জানিয়েছে গুগল।

১৫ অগাস্টের ডুডল ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছে। ১৯৪৭ সালে আজকের দিনেই প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল ভারতে, সূচনা হয়েছিল এক নতুন ভারতের। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে দিল্লির লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজঘাটে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে জাতির উদ্দেশে সুদীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি।

XS
SM
MD
LG