অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার কেরাণীগঞ্জে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড; নিহত ৪, আহত ৭ জন


মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার গদারবাগে এ্ আগুনের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার গদারবাগে এ্ আগুনের ঘটনা ঘটে।

বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শবর্তী কেরাণীগঞ্জ এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় কেরাণীগঞ্জ মডেল থানা এলাকার গদারবাগে এ্ আগুনের ঘটনা ঘটে। ঘটনার সময় বিষাক্ত রাসায়নিকের গন্ধে আশপাশের এলাকার শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন; জেসমিন আক্তার রাত্রি (৩০) ও তার মেয়ে ইশা (১৮), মিনা আক্তার (২০) ও তার মেয়েশিশু তায়েবা। মিনার স্বামী সোহাগ, পারুল, হানিফ ও তানিহাসহ সাতজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, “আগুনে পুড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।” ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “দগ্ধদের চিকিৎসা চলছে।”

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সামসুজ্জামান জানান, ভোররাত ৪টায় আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘন্টার চেষ্টায় ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

XS
SM
MD
LG