অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধান বিচারপতির নাম, ছবি সহ ফেক নিউজ ভাইরাল, সুপ্রিম কোর্টের বিবৃতি প্রকাশ


ভারতের প্রধান বিচারপতির নাম, ছবি সহ ফেক নিউজ ভাইরাল, সুপ্রিম কোর্টের বিবৃতি প্রকাশ।
ভারতের প্রধান বিচারপতির নাম, ছবি সহ ফেক নিউজ ভাইরাল, সুপ্রিম কোর্টের বিবৃতি প্রকাশ।

এবার ফেক নিউজ-এর কবলে খোদ ভারতের প্রধান বিচারপতি। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পোস্ট। ইংরিজি ও হিন্দিতে লেখা সেই পোস্ট রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। সরকারের সঙ্গে বিচারালয় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে, এমনই ইঙ্গিত করা হয়েছে তাতে। সেই পোস্ট এতটাই ভাইরাল করে তোলা হয়েছে যে সুপ্রিম কোর্টের জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, "প্রধান বিচারপতি এজলাসে, এজলাসের বাইরে কোথাও এমন মন্তব্য করেননি। তার বক্তব্য বলে যেটা প্রচার করা হচ্ছে তা পুরোপুরি ফেক। অসৎ উদ্দেশে কেউ এই কাজ করছে।"

হোয়াটসঅ্যাপ-এ ঘুরতে থাকা সেই ফেক পোস্টে প্রধান বিচারপতির একটি ছবিও ব্যবহার করা হয়েছে। তাতে বলা হয়েছে, তিনি নাকি ‘স্বৈরাচারী সরকারের’ বিরুদ্ধে তাদের অধিকার নিয়ে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এবং রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে হিন্দি ও ইংরিজিতে প্রচার করা এই উদ্ধৃতি জাল।

দেশের শীর্ষ আদালতের জনসংযোগ দফতর এক বিবৃতিতে বলেছে, "এটি সুপ্রিম কোর্টের নজরে এসেছে যে সামাজিক মিডিয়ায় একটি পোস্টে প্রধান বিচারপতির ছবি সহ প্রচার করা হয়েছে, যে তিনি কর্তৃপক্ষের (পড়ুন সরকার) বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন। পোস্টটি ভুয়া, অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। ভারতের প্রধান বিচারপতি এমন কোনও পোস্ট সামাজিক মাধ্যমে দেননি বা কারও পোস্টে সম্মতিও জানাননি। এ ব্যাপারে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হচ্ছে।"

বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছেন। সমালোচনা করেছেন সরকারের ভূমিকার। যেমন মণিপুর নিয়ে বলেছেন, সেখানে আইন ও সংবিধানের শাসন ভেঙে পড়েছে। একাধিক মামলায় সরকারি আইনজীবীকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক বা একাধিক ব্যক্তি বিভ্রান্তি ছড়াতে পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

XS
SM
MD
LG