অ্যাকসেসিবিলিটি লিংক

এএফসি কাপ খেলতে সিলেটে পৌঁছেছে মালদ্বীপের ক্লাব ঈগলস ও ঢাকা আবাহনী


জাপানের সাইতামা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগে আল-হিলালের বিরুদ্ধে জয়ের পর ট্রফি নিয়ে উল্লাস করছে উরাওয়া রেড ডায়মন্ডস খেলোয়াড়রা। ৬ মে, ২০২৩। (ফাইল ছবি)
জাপানের সাইতামা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগে আল-হিলালের বিরুদ্ধে জয়ের পর ট্রফি নিয়ে উল্লাস করছে উরাওয়া রেড ডায়মন্ডস খেলোয়াড়রা। ৬ মে, ২০২৩। (ফাইল ছবি)

এএফসি কাপ ফুটবল ২০২৩-২৪ এর প্রাথমিক রাউন্ডের ম্যাচ খেলতে সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশের সিলেটে পৌঁছেছে স্থানীয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। এর আগে গত শুক্রবার মালদ্বীপের ২৮ সদস্যের ক্লাব ঈগলস ফুটবল দল, এএফসি কাপ খেলতে সিলেটে পৌঁছায়।

বুধবার (১৬ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে বেলা সোয়া ৩টায় এশিয়ান টায়ার-২ ক্লাব মিট এএফসি কাপ ফুটবলের প্রাথমিক রাউন্ডের ম্যাচে মালদ্বীপের প্রিমিয়ার লিগের দল ঈগলস ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।

শনিবার বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট বিকেএসপিতে তাদের প্রথম দুই ঘণ্টার ট্রেনিং সেশন সম্পন্ন করেছে সফররত ক্লাব ঈগলস। একই ভেন্যুতে রবিবার ও সোমবার অনুশীলন করেছে তারা। তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেড ঢাকায় নিজেদের প্রস্তুত করে, সোমবার সিলেটে পৌঁছেছে। সিলেট বিকেএসপিতে অনুশীলন করার কথা রয়েছে তাদের।

২২ আগস্ট দক্ষিণ অঞ্চলের প্লে-অফ ম্যাচ খেলবে কলকাতার মোহনবাগান ও কাঠমান্ডুর মছিন্দ্রা এফসি। যদি ঢাকা আবাহনী ক্লাব ঈগলসের বিপক্ষে জিততে পারে, তবে পরবর্তী ম্যাচে ঐ দুই দলের খেলায় বিজয়ী দলের সঙ্গে খেলবে আবাহনী।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখন শারজাহ অবস্থান করছে। মঙ্গলবার (১৫ আগস্ট) শারজাহ স্টেডিয়াম-এ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ডের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত প্রো-লিগ চ্যাম্পিয়ন শারজাহ ফুটবল ক্লাবের সঙ্গে খেলবে তারা।

বসুন্ধরা কিংস যদি চ্যাম্পিয়ন্স লিগের মূল ড্র-এ পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তারা এএফসি কাপ ফুটবলের এশিয়ান টায়ার-২ মিটের গ্রুপ পর্বে খেলার আরেকটি সুযোগ পাবে।

XS
SM
MD
LG