অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারের পদত্যাগের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই: কংগ্রেসম্যানদের জানালেন আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-এর সাথে সাক্ষাত করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ১৩ আগস্ট, ২০২৩।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-এর সাথে সাক্ষাত করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ১৩ আগস্ট, ২০২৩।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক-কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সরকারের পদত্যাগের বিষয়ে বিএনপি যে দাবি করছে, এর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। সফররত কংগ্রেসম্যানদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা জানান। রবিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ কথা বলেন।

ড. মোমেন বলেন,“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। আর, বাংলাদেশ সরকার সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।”

বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা করেছেন বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, “বাংলাদেশ জানিয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়।”

কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন; কেস হাওয়াই থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। কেস ও ম্যাককরমিক সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক রবিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তারা জাদুঘর ঘুরে দেখেন।

XS
SM
MD
LG