অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো জরুরি: মির্জা ফখরুল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১২ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের ফখরুল তার উদ্বেগের কথা জানান।

মির্জা ফখরুল জানান, “চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।আমি গতকাল (শুক্রবার) এভারকেয়ার হাসপাতালে ছিলাম। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে খুবই চিন্তিত। উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠানো না হলে তার চিকিৎসা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না, সে বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত নন।”

তিনি বলেন, “খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন।আমি স্পষ্টভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, তারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিক এবং বিদেশে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুক।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে পড়ায়, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে গত বুধবার রাতে তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, “খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে এবং তিনি জ্বরে ভুগছেন।”

XS
SM
MD
LG