অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে চিকিৎসক নিগ্রহ বন্ধে ভারতের মেডিক্যাল কাউন্সিল আনছে নতুন আইন


দেশে চিকিৎসক নিগ্রহ বন্ধে ভারতের মেডিক্যাল কাউন্সিল আনছে নতুন আইন
দেশে চিকিৎসক নিগ্রহ বন্ধে ভারতের মেডিক্যাল কাউন্সিল আনছে নতুন আইন

ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসক নিগ্রহ বহু বছর যাবতই চিকিৎসক মহলের দুশ্চিন্তা বাড়িয়ে চলেছে। কথায় কথায় ডাক্তারদের বিরুদ্ধে অপভাষা প্রয়োগ, চিকিৎসা করার সময় রোগীর মৃত্যু হলে সম্পূর্ণ দায় ডাক্তারের উপর চাপিয়ে মারধর, হাসপাতাল ভাঙচুর ইত্যাদি ঘটনা প্রায়শই ঘটে। চিকিৎসা করতে গিয়ে ডাক্তার-নিগ্রহের ঘটনা অহরহ ঘটছে দেশের নানা প্রান্তে। লাঞ্ছনা সইতে হচ্ছে চিকিৎসকদের। মরণাপন্ন রোগীকে বাঁচাতে গিয়ে ডাক্তারের মারধর খাওয়ার উদাহরণও অজস্র।

এই প্রবণতা বন্ধে চিকিৎসকদের উপর নিগ্রহ, অত্যাচার বন্ধ করতে এবার নতুন আইন আনছে ভারতের মেডিক্যাল কাউন্সিল। রোগী ও তার পরিবারের আচরণ যদি ঠিক না হয়, পরিজন যদি অভব্যতা করে, তাহলে সেই রোগীকে প্রত্যাখ্যান করার অধিকার ডাক্তারের থাকবে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন থেকে উদ্যোগ নিয়ে এই আইন আনা হবে খুব তাড়াতাড়ি। চিকিৎসকদের সংগঠন জানাচ্ছে, ২০০২ সালের মেডিক্যাল কাউন্সিল-এর নিয়মে কিছু বদল আনা হবে। রোগী ও তার পরিবার যদি অভব্য আচরণ করেন, তাহলে সেই রোগীর চিকিৎসা করবেন কিনা সেটা ঠিক করার অধিকার ডাক্তারের থাকবে। অর্থাৎ, রোগীর চিকিৎসা করবেন কিনা তা ঠিক করার অধিকার চিকিৎসকের থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডের ভিতর রোগীর পরিজনদের একাংশ চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করা তো বটেই মাঝেমধ্যেই মারমুখী হয়ে ওঠেন। তখন রোগীদের পরিষেবা দিতে গিয়ে তারা মুশকিলে পড়েন। চিকিৎসকেরা বলছেন, “মূল বিষয়টা হল স্বাস্থ্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকার। সেটা এই ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য বারে বারে ঘা খাচ্ছে। চিকিৎসক নিগ্রহ বন্ধ হোক। আমরা সকলে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত। ন্যায় বিচার আমাদের প্রাপ্য। ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত হওয়া দরকার। চিকিৎসা পরিকাঠামোয় পরিবর্তন প্রয়োজন। “

XS
SM
MD
LG