অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে—নির্বাচন কমিশনার আনিসুর রহমান


নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার আনিসুর রহমান
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার আনিসুর রহমান

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

বুধবার (৯ অগাস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করতে হলে নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। অন্তত ৪০ থেকে ৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে তফসিলের সম্ভাবনা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) বলে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তফসিল হবে।

নভেম্বরে দ্বিতীয়ার্ধে তফসিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুর রহমান জানান, যথাসময়ে হবে।

আনিসুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচন কবে হতে পারে তা স্পষ্ট করে না জানালেও ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিুল আউয়াল জানিয়েছিলেন, অক্টোবরের আগে তারা তফসিল দিচ্ছেন না। তিনি বলেন, “এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি। অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয়”।

উল্লেখ্য, সাংবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে কমিশনকে। সে ক্ষেত্রে ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা।

XS
SM
MD
LG