মঙ্গলবার ৮ অগাস্ট ভারতের লোকসভায় অনাস্থা বিতর্ক শুরু হওয়ার আগে বিজেপি-বিরোধী ২৬টি দলের ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, "ওরা শেষ বলে ছয় মারতে চায়।"
গত তিন মাসেরও বেশি সময় ধরে মণিপুরে যে ভয়াবহ রক্তক্ষয়ী জনজাতি দাঙ্গা চলছে তা নিয়ে সংসদের মধ্যে এখনও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। তাকে সে ব্যাপারে বাধ্য করতে লোকসভায় তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ২৬টি বিরোধী দলের 'ইন্ডিয়া' জোট। এদিন সেই অনাস্থা বিতর্কের আগে বিজেপি সংসদীয় দলের বৈঠক বসে।
সংবাদ সূত্রের খবর, প্রধানমন্ত্রী সেখানে বলেন, "ওরা ২০২৪ সালের ফাইনালের আগে একটা সেমিফাইনাল চাইছে। শেষ বলে ছয় মারতে চাইছে। আসলে এটা ওদেরই পরীক্ষা। ওদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক রয়েছে কিনা তারই পরীক্ষা। অনাস্থা ভোটাভুটিই পরিষ্কার করে দেবে যে কারা একজোট রয়েছে, কারা নয়।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা ওদের ২০১৮ সালে অনাস্থা বিতর্কের সুযোগ দিয়েছিলাম। দেশের মানুষই ওদের প্রতি অনাস্থা জানিয়েছে।"
কদিন আগে ইন্ডিয়া জোটকে ঘমন্ডিয়া অর্থাৎ অহঙ্কারী বলে কটাক্ষ করেছিলেন মোদী। এদিনও সেই একই কথা বলেন তিনি। তার কথায়, "ওদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা খুবই অহঙ্কারী। তবে যাই হোক ভোটাভুটিতে কারা জিততে চলেছে তা সবাই জানে।"
প্রধানমন্ত্রী এ কথা বলার আগেই লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেন, "অনাস্থা বিতর্ক শুধু সংখ্যার লড়াই নয়। দেশে একজন দায়িত্বজ্ঞানহীন প্রধানমন্ত্রী রয়েছেন। যার কোনও লজ্জা নেই। দেশের একটা রাজ্য যখন জ্বলছে তখন তিনি রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন। সেই রাজ্যে শান্তি ফেরানো নিয়ে সেখানকার মানুষকে ভরসা দেওয়া নিয়ে কোনও কথা বলছেন না। আমরা সেই প্রধানমন্ত্রীকে লোকসভায় টেনে এনে জবাব চাইছি।"