অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সশস্ত্র সেনাবাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগের ও মহিলা সেনাকর্মীদের বিশেষ সুবিধার সুপারিশ বিজেপির সংসদীয় কমিটির


এই মুহূর্তে সারা ভারতে প্রায় ৩৫ হাজার মহিলা কর্মী রয়েছেন সশস্ত্র বাহিনীতে।
এই মুহূর্তে সারা ভারতে প্রায় ৩৫ হাজার মহিলা কর্মী রয়েছেন সশস্ত্র বাহিনীতে।

ভারতীয় সেনার সশস্ত্র বাহিনীতে মহিলা এবং রূপান্তরকামীদের যোগদান নিয়ে বড় দাবি জানাল বিজেপি। সশস্ত্র বাহিনীতে মহিলাদের সংখ্যা আরও বাড়াতে এবার সংরক্ষণের দাবি তুলল বিজেপির সুশীল মোদীর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি।

এই কমিটির রিপোর্টে বলা হয়েছে সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদান আরও বাড়াতে তাদের নিরাপদ স্থানে পোস্টিং সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি এমন শর্তও রয়েছে যে, খুব বেশি কঠিন পরিস্থিতিতে রাখা যাবে না মহিলাদের। এই রিপোর্ট অনুযায়ী মহিলাদের, যে কোনও বড় যুদ্ধ বা বিদ্রোহে সামনের সারিতে রাখা নিয়েও আপত্তি জানানো হয়েছে।

মহিলাদের পাশাপাশি রূপান্তরকামীদের এই বাহিনীতে সংযুক্ত করা নিয়েও দাবি জানানো হয়েছে এই কমিটির রিপোর্টে। সেখানে বলা হয়েছে রূপান্তরকামীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাঁদের যুক্ত করতে হবে সশস্ত্র বাহিনীতে। প্রসঙ্গত, রূপান্তরকামীদের জন্যও আলাদা সংরক্ষণের দাবি তোলা হয়েছে।

এই মুহূর্তে সারা দেশে প্রায় ৩৫ হাজার মহিলা কর্মী রয়েছেন সশস্ত্র বাহিনীতে। সেই সংখ্যা আরও বাড়বে এই সংরক্ষণের ফলে, আশাবাদী কমিটি। প্রসঙ্গত, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কাশ্মীর সহ একাধিক রাজ্যের নাগরিকদের সংরক্ষণের মাত্রা বাড়ানোর আবেদন করা হয়েছে এই কমিটিতে।

XS
SM
MD
LG