অ্যাকসেসিবিলিটি লিংক

মণিপুরে ক্ষমতাসীন বিজেপি জোট থেকে সমর্থন প্রত্যাহার কুকি গোষ্ঠীর


মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। (ফাইল ছবি)
মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। (ফাইল ছবি)

জনজাতি দাঙ্গা বিধ্বস্ত ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে গত তিন মাস ধরে লড়াই চলছে কুকি ও মেইতেই - এই দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিবাদের জেরে এবার কুকিদের রাজনৈতিক দল কুকি পিপলস অ্যালায়েন্স নিজেদের সমর্থন তুলে নিল রাজ্যে ক্ষমতাসীন বিজেপি জোট থেকে।

এর ফলে ফের মণিপুরে কোণঠাসা হয়ে পড়ল বিজেপি সরজার। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। এর আগে মণিপুর ইস্যুতে পদত্যাগের কথা বলেও শেষ মুহূর্তে পদত্যাগের সিদ্ধান্ত বদল করেছিলেন বীরেন, যার ফলে বিরোধী দলগুলির কটাক্ষের শিকার হন তিনি।

রবিবার ৬ অগাস্ট রাজ্যপালের কাছে চিঠি দিয়ে নিজেদের এই সমর্থন প্রত্যাহারের কথা জানানো হয়েছে কুকি পিপলস অ্যালায়েন্সের পক্ষ থেকে।

জানা গেছে, রবিবার সকালে রাজ্যপাল অনসূয়া উইক-কে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে চিঠি দেন এই দলের সভাপতি হাওকিপ। প্রসঙ্গত, কুকি পিপলস অ্যালায়েন্স দলের দু’জন বিধায়ক রয়েছেন মণিপুর সরকারে।

রবিবার এই ঘটনার পরই আরও ৯০০ কেন্দ্রীয় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হল কেন্দ্রের তরফে। যদিও বিজেপির দাবি অনুযায়ী এর আগে আরও ৪০ হাজার কেন্দ্রীয় সেনা বাহিনী পাঠানো হয়েছিল মণিপুরে, তবে তাঁদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মণিপুরের বাসিন্দারা।

XS
SM
MD
LG