অ্যাকসেসিবিলিটি লিংক

গুজরাত আদালতের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে রাহুল গান্ধী ফিরে পেলেন সাংসদ পদ


জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। (ফাইল ছবি)
জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। (ফাইল ছবি)

জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর সাংসদ পদ ফিরে পাচ্ছেন। মোদী পদবীধারীদের মানহানি মামলায় গুজরাতের সুরত আদালতের নির্দেশের উপর ভারতের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর অবশেষে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ ফিরিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা।

মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে সুরতের আদালত রাহুলকে ২ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ২৬ ঘণ্টার মধ্যে তাঁর লোকসভার সদস্য পদ খারিজ করে দিয়েছিলেন লোকসভার স্পিকার।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, শুক্রবার ৪ অগাস্ট সুপ্রিম কোর্ট রাহুলকে স্বস্তি দেওয়ার পর লোকসভা সচিবালয়ের সেই ক্ষিপ্রতা দেখা যায়নি। সেই কারণে বিরোধীরা সমষ্টিগত ভাবে স্পিকারের উপর চাপ তৈরি করেছিলেন। এমনকী কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিচ্ছিল।

এহেন পরিস্থিতিতে সোমবার ৭ অগাস্ট সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন যে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ ফেরানো হচ্ছে।

মঙ্গলবার ৮ অগাস্ট থেকে লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। স্পিকারের এই পদক্ষেপের পর রাহুল গান্ধীর অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনও বাধা রইল না। এদিন স্পিকার রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরাতেই দেখা যায় কংগ্রেস সংসদীয় দলের দফতরে বিরোধীদের মিষ্টিমুখ করাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

XS
SM
MD
LG