অ্যাকসেসিবিলিটি লিংক

উচ্চশিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি: প্রতিমন্ত্রী শামসুল আলম


সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। ৬ আগস্ট, ২০২৩।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। ৬ আগস্ট, ২০২৩।

বাংলাদেশে উচ্চশিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। রবিবার ( ৬ আগস্ট) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‌্যাংকিংয়ে ৫০০ টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্বিবদ্যালয় নেই। আর ৮০০ টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে; এটা দুঃখজনক।”

অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি। মান বাড়ানোর জন্য সব বিশ্বিবদ্যালয়ের আরো উদ্যোগী হতে হবে।”

XS
SM
MD
LG