অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন নিয়ে বিদেশিদের কথায় মাথা ঘামানোর দরকার নেই: নেতা-কর্মীদের প্রতি মির্জা ফখরুল


রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ( ৪ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ( ৪ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন নিয়ে বিদেশিদের কথায় মাথা না ঘামানোর জন্যে নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত কী বলে, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।” রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ( ৪ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দরকার, আমাদের মানুষ কী বলে। মানুষ খুব পরিষ্কার করে বলছে, বিদায় হও। আর সময় নেই। যেতে হবে। এই সরকারকে যেতেই হবে।” তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলে তাদের অবশ্যই পরাজিত করতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “আমাদের পুরো জাতিকে একত্রিত করে, লড়াই চালিয়ে এই শাসন-কে পরাজিত করতে হবে। এই সরকারকে সরাতে হবে। আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমাদের অস্তিত্বের জন্য, জাতির অস্তিত্বের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।”

তিনি বলেন, “সরকার নেতা-কর্মীদের গ্রেপ্তার, জেল, সাজা, এমনকি মৃত্যুদণ্ড দিয়েও বিএনপিকে দমন করতে পারবে না। আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই শাসনের পতন নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, “সরকার দিনের বেলায় অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়। রাতে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে তাদের বাড়িতে অভিযান চালায়।”

XS
SM
MD
LG