অ্যাকসেসিবিলিটি লিংক

অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন


শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার
শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পান্না কায়সার ছিলেন একাধারে বরেণ্য লেখক, বুদ্ধিজীবি ও সাবেক সংসদ সদস্য। তিনি শহীদ বুদ্ধিজীবী, লেখক এবং রাজনীতিবিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদুল্লাহ কায়সারকে বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। এরপর তিনি আর ফিরে আসেননি।

অধ্যাপক পান্না কায়সার ১৯৭৩ সালে শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর সভাপতিমণ্ডলীর সদস্য হন। ১৯৯২ সাল থেকে সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন বরেণ্য ব্যক্তি পান্না কায়সার।

XS
SM
MD
LG