অ্যাকসেসিবিলিটি লিংক

ওমানে আটক বাংলাদেশি এমপিকে মুক্তি দেওয়া হয়েছে—পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন


বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার (সনি)
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার (সনি)

ওমানে পুলিশ হেফাজত থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার (সনি)সহ ১৭ জন বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সেহেলী সাবরিন বলেন, “এই মুহূর্তে কেউ পুলিশ হেফাজতে নেই। ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বৈঠক করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল। ওমানে বৈঠক করার জন্য অনুমতি লাগে। আটকের পর ওমানের বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়”।

উল্লেখ্য, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউস হোটেলে ওই দেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে এক সভায় যোগ দেন। দেশটির পুলিশের বাধার কারণে ওই সভা শেষ হয়নি। সেখান থেকে খাদিজাতুল আনোয়ারসহ অন্যদের রয়েল ওমান পুলিশ আটক করে।

খাদিজাতুল আনোয়ার ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।

তিস্তার পানি বণ্টন নিয়ে আশার আলো দেখছে বাংলাদেশ

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সেহেলী সাবরিন জানান, তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের সুপারিশের পর আশাবাদী বাংলাদেশ।

সেহেলী সাবরিন বলেন, ২৫ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর তাদের ২২তম প্রতিবেদন ভারত সরকারের কাছে জমা দিয়েছে কমিটি। সেখানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে সুপারিশ করা হয়েছে।

সেহেলী সাবরিন বলেন, এ ব্যাপারে অর্থবহ সংলাপ শুরু করতে ভারত সরকারকে সুপারিশ করেছে কমিটি। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমাদের দিল্লির মিশন থেকেও আমরা এ ব্যাপারে জেনেছি। বিষয়টি অবশ্যই আশাব্যাঞ্জক ও তাৎপর্যপূর্ণ।

সেহেলী সাবরিন বলেন, “ওই সংসদীয় কমিটিতে বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ ভারতের সব রাজনৈতিক দলের সংসদ সদস্য আছেন। তাই এ ধরনের একটি সুপারিশ আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। এই সুপারিশকে উদ্ধৃত করে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আগামী দিনে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আমরা আশা করি”।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদীর পানি বণ্টনসংক্রান্ত অন্তর্বর্তী চুক্তি শেষ করতে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ে নিষ্পত্তি করতে অনুরোধ করেন। যার খসড়া ২০১১ সালে চূড়ান্ত করা হয়েছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নদ-নদীর দূষণের মতো সমস্যাগুলো মোকাবিলায় এবং অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে নদীর পরিবেশ ও নদীর নাব্য উন্নত করার জন্য কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক এখনো নিশ্চিত হয়নি

ব্রিফিংয়ে সেহেলী সাবরিন আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২-২৪ অগাস্ট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন, “তবে আমরা সাইডলাইন মিটিং সম্পর্কে এখনো নিশ্চিত নই। এগুলো নিশ্চিত হলেই আমরা আপনাদের জানাব”।

শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন কি না জানতে চাইলে তিনি এ কথা বলেন।

সাধারণত, শেখ হাসিনা যেকোনো শীর্ষ সম্মেলন বা অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন।

XS
SM
MD
LG