অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে এলাহাবাদ হাইকোর্টের রায়: ১৮ বছর বয়সের কমে লিভ-ইন বেআইনি


ভারতে এলাহাবাদ হাইকোর্টের রায়: ১৮ বছর বয়সের কমে লিভ-ইন বেআইনি
ভারতে এলাহাবাদ হাইকোর্টের রায়: ১৮ বছর বয়সের কমে লিভ-ইন বেআইনি

ভারতে ১৮ বছরের কম বয়সি কোনও ছেলে বা মেয়ে তাদের প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে পারবে না। সম্প্রতি এক রায়ে একথা জানিয়েছে উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। আদালতের বক্তব্য, যদি ১৮ বছরের কম বয়সি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তা অপরাধ বলে গণ্য করা হবে। কারণ, এটা শুধু অনৈতিকই নয়, বেআইনিও। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ এই রায় দিয়েছে।

সংবাদ সূত্রের খবর, ১৭ বছর বয়সি আলি আব্বাস এবং তার ১৯ বছর বয়সি লিভ-ইন পার্টনার সালোনি যাদবের আবেদনের শুনানি চলাকালীন আদালত এই নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে তাদের আবেদনও খারিজ করেছেন বিচারকরা। দুই বিচারপতির বেঞ্চ তাদের রায়ে উল্লেখ করেছেন যে, লিভ-ইন সম্পর্কের জন্য বেশ কয়েকটি শর্ত নিয়ে বিবেচনা করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে তাদের অবশ্যই প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ১৮ বছর বয়সের বেশি হতে হবে। তাই এর কম বয়সের কেউ লিভ ইন রিলেশনশিপ-এ থাকতে পারে না। এই কাজটি অনৈতিক এবং বেআইনিও।

আদালত আরও বলেছে যে, অভিযুক্ত আলি আব্বাস, যার বয়স ১৮ বছরের কম, তিনি এই ভিত্তিতে সুরক্ষা চাইতে পারেন না। তিনি একজন নাবালক হয়ে একটি প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। তিনিকোনওভাবেই তার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বাতিল করতে চাইতে পারেন না। কারণ তার কার্যকলাপ আইন অনুসারে অনুমোদিত নয়।

আদালত এর সঙ্গে আরও বলে, "যদি তাদের আবেদন অনুমোদিত হয় তবে তা সমাজের স্বার্থে হবে না। আমরা এ ধরনের কর্মকাণ্ডে আইনের ছাপ দিতে আগ্রহী নই।" জানা গিয়েছে, আলি আব্বাসের বিরুদ্ধে মেয়ে সালোনি যাদবকে অপহরণের অভিযোগ এনেছেন তার বাড়ির লোক। ছেলেটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তবে উভয় আবেদনকারীই আদালতের কাছে ছেলেটির বিরুদ্ধে দায়ের করা এই এফআইআর বাতিল করার জন্য অনুরোধ করেছিল।

XS
SM
MD
LG