আগামী বছর ২০২৪-এর জানুয়ারি মাসে ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হবে, এ কথা আগেই জানিয়েছিল রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করবেন, সেটাও আগেই ঠিক হয়ে আছে। এবার উদ্ধোধনের দিন-তারিখ চূড়ান্ত করেছে ট্রাস্ট।
মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ গিরি জানিয়েছেন, জানুয়ারির ২১ থেকে ২৩, এই তিন দিনের মধ্যে যে কোনও একটি দিন প্রধানমন্ত্রীকে বেছে নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারিখ চূড়ান্ত করলে উদ্বোধন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে।
সংবাদ সূত্রের খবর, দেশের পাশাপাশি, বিশ্বের নানা দেশের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্টজনকে মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে। প্রসঙ্গত, ২০২০-র ৫ অগস্ট করোনা পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট ২০১৯-এর ৯ নভেম্বর ঐতিহাসিক রায়ে অযোধ্যার আড়াইশো বছরের পুরনো মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি করে দিয়ে বিতর্কিত জমি রামচন্দ্রের জন্মস্থান বলে ঘোষণা করে। সেই সঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণেরও অনুমতি দেয় শীর্ষ আদালত। ১৯৯২-এর ৬ ডিসেম্বর পর্যন্ত ওই জমিতেই ছিল সাড়ে পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ।
গোবিন্দ গিরি জানান, তাঁরা উদ্ধোধন অনুষ্ঠানের একটি প্রাথমিক পরিকল্পনা স্থির করেছেন। তা হল, মূল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া শুধু সাধুসন্তরা উপস্থিত থাকবেন। এরপর গোটা দেশ ও বিশ্ববাসীর জন্য অনুষ্ঠিত হবে আনুষঙ্গিক নানা অনুষ্ঠান।
তিনি আরও জানান, উদ্বোধনের আগে-পরে মিলিয়ে টানা ১৪ দিন রামলীলা, রামকথার আয়োজন করা হবে দেশের প্রতিটি প্রান্তে।