অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন


বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন
বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ অগাস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০০ মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

২০২২ সালের ডিসেম্বর থেকে এই কেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের ৬৫০ একর জমিতে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় এই সৌর বিদ্যুৎকেন্দ্র।

তিস্তা পাড়ের লাটশালা এলাকায় কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় হাজার হাজার সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১৩২ কিলো ওয়াট ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ জন্য ১২২টি টাওয়ার স্থাপন এবং সাবস্টেশন নির্মাণ করা হয়েছে।

বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎকেন্দ্রটি রক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য ৭ কিলোমিটার সড়ক। যার সুবিধা পাচ্ছেন স্থানীয়রাও।

তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্র স্থাপন করেছে বেক্সিমকো পাওয়ার লিমিটেড। প্রকল্পটি সম্পর্কে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, “এই রিনিউয়াবল এনার্জি সেক্টর বাংলাদেশের ভবিষ্যত জ্বালানির জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে”।

প্রকল্পটি উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা ও কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখবে বলে মনে করেন তিনি৷

XS
SM
MD
LG